জীবনে নিজের লক্ষ্য পূরণ করতে হলে এই আটটি বিষয় মেনে চলুন #bengaliblog, #lifegoals
- Debnath Saha
- Nov 14, 2018
- 1 min read

সাফল্য প্রত্যাশা করুন ততটুকুই কাজ নিন যত টা শেষ করতে পারবেন কারণ অতিরিক্ত কাজ কাঁধে নিয়ে
ভালোভাবে করতে না পারলে সেই ব্যর্থতা আত্মবিশ্বাস কমিয়ে দেয় তার চেয়ে যতটুকু সম্ভব কাজ করুন এর ফলে আপনার দক্ষতা ও আত্মবিশ্বাস দুই-ই বাড়বে । কৃতজ্ঞতা প্রকাশ করুন যেমন এটা হতে পারে যে কোন উপহার কিংবা কারো প্রশংসা করা এর ফলে আপনার সারাদিনের কাজকর্মে ভালো প্রভাব ফেলবে ।
উত্থান ও পতনের জন্য প্রস্তুত থাকুন যেমন কাজে ব্যর্থতা আপনার আত্মবিশ্বাস নষ্ট করবে সেই ক্ষেত্রে হাল ছেড়ে দিলে চলবে না, আবার নতুন উদ্যমে শুরু করুন আর সাথে সাথে ব্যর্থতা গুলো চিন্তা করবেন তার থেকে নতুন কিছু শিখতে পারবেন। মনে রাখবেন জীবনে যতবেশি উত্থানপতন ঘটবে আপনার লক্ষ্য তত বেশি সাফল্য অর্জন করবে।
পরামর্শ দাতার সন্ধান করুন যেকোনো কাজে সফল হতে চাইলে অবশ্যই একজনের আদর্শকে মানতে হবে কারণ সবকিছু সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না।
আদর্শ সঙ্গী বাছাই করুন এবং আদর্শ সঙ্গী বাছাই করার ওপর সতর্ক থাকবেন কারণ কিছু লোকের নেতিবাচক কথাবার্তা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে তাই যারা উচ্চ স্থানে যাবার জন্য উৎসাহ করে তাদের সঙ্গে চলুন।
সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন কারণ আপনি সামনের দিকে এগোতে থাকলে পিছনে অনেকে অনেক কিছু বলবে তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।
যে কোন কাজ করতে গেলে সব যোগ্যতা যে আপনার মধ্যে থাকতে হবে এমন কোন কথা নেই বরং নিজের দক্ষতা আর আত্মবিশ্বাসের জোরে যে কোন কাজে সাফল্য অর্জন করবেন।
শেষ কথা হল, প্রত্যেক পরিস্থিতির আগে নিজেকে প্রস্তুতি রাখবেন তাতে যে কোন অবস্থায় আপনি মোকাবিলা করতে পারবেন।
Very good information